Main Menu

সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) মো: ইকবাল হোসেনের সভাতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইসমত আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে দুপুরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।






Shares