Main Menu

সরাইলে মাদক ব্যবসায়ী সোহেল হিজরার বাড়ি পুড়িয়ে দিয়েছে জনতা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহেল হিজরা নামে তৃতীয় লিঙ্গের এক মাদক ব্যবসায়ীর বাড়ি পুড়িয়ে দিয়েছে জনতা।

শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের ওই বাড়ি পুড়িয়ে দেয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ধর্মতীর্থ গ্রামে সড়ক ও জনপদের জায়গা দখল করে সোহেল নামে এক হিজরা বসবাস করছিল। তার বিরুদ্ধে সরাইল থানায় মাদক মামলা রয়েছে। সে অন্য হিজড়াদের নিয়ে সেখানে মাদক ও অনৈতিক কার্যক্রম করছিল। প্রশাসনের পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সে ব্যবসা বন্ধ করেনি।

আজ জুমার নামাজের পর মুসল্লিরা একতাবদ্ধ হয়ে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনতার ধাওয়া খেয়ে সে পালিয়ে গেছে বলেও জানান ওসি।






Shares