Main Menu

সরাইলে মহারাজ আনন্দস্বামী ১৮৭ তম জম্মজয়ন্তী পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সর্বধর্ম সমন্বয় মতবাদের প্রচারক মহারাজ আনন্দস্বামী ১৮৭ তম জম্মজয়ন্তী পালিত হয়েছে।
গত বুধবার বিকালে উপজেলার কালীকচ্ছ মহারাজ আনন্দস্বামী মন্দীর সংলগ্ন এ অনুষ্টানের আয়োজন করা হয়। মহারাজ আনন্দস্বামীর জম্মজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সরাইল ডিগ্র কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। প্রধান অতিথি ভারত প্রজাতন্ত্রের ত্রিপুরা বিধানসভার সাবেক স্পিকার পবিত্র কর। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত ও ভারত পশ্চিমবঙ্গ মধ্যম গ্রাম মহর্ষি মনোমোহন আশ্রমের সভাপতি বিশ্বনাথ ঘোষ। বক্তব্য রাখেন সরাইল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মানবর্দ্ধন পাল, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, নবীনগর উপজেলার সাতমোড়া আনন্দ আশ্রমের সভাপতি বিল্বভুষণ দত্ত, সহসভাপতি শ্রীমতী কঙ্করী দত্ত, সাধারণ সম্পাদক জয়দেব বর্মণ, সরাইল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু আহম্মদ মৃধা, ও দুর্গাচরণ দাস প্রমুখ।






Shares