Main Menu

সরাইলে বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের প্রতিষ্ঠাবাষিকী পালিত

+100%-

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়নের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কালিকচ্ছ রিজিয়নের সদর দপ্তরে পালন করা হয় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে কেক কাটা, আলোচনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা।

অনুষ্ঠানে বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল হাসনাত, ডেপুটি রিজিয়নাল কমান্ডার কর্নেল খালেকুজ্জামান, কুমিল্লা সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল গাজী আহসানুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) ড. রেজুয়ানুর রহমান, ১২বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ্ আলীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Shares