Main Menu

সরাইলে বিজিবি’র ‘সীপকস’-এর শীতবস্ত্র বিতরণ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে বিজিবি’র ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’ একটি কল্যাণমূখী প্রতিষ্ঠান। অন্যান্য বছরের মত এবারও এই প্রতিষ্ঠানটি অসহায় দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্টপোষকের উদ্যোগে ও ব্যবস্থাপনায় বিজিবি’র উত্তর-পূর্ব রিজিয়নের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আজ বুধবার বিকেলে ৫টায় সীপকস প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫০ জন দরিদ্র শীতার্থ নারী পুরূষের হাতে কম্বল তোলে দেন সীপকস-এর সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব রিজিয়নের পরিচালক প্রশাসন ও পরিচালক লজিষ্টিক-এর পত্নী। এছাড়াও সীপকস-এর অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Shares