Main Menu

সরাইলে বাবাকে পুলিশে দিলেন চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলে

+100%-

sarail-pic-11-12-16

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে বাবার অপকর্মের প্রতিবাদ জানিয়ে তাকে পুলিশে দিয়েছে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলে। জুয়া খেলার কারণে এ ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। আরমান নামের ওই ছেলে তার বাবাসহ পাঁচ জুয়াড়ীকে পুলিশে ধরিয়ে দেয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে শিশু আরমান থানায় এসে জানায় তার বাবা জুয়া খেলছে। সে তখন কান্নাকাটি করে তার বাবাকে ধরে আনার আকুতি জানায়। তাৎক্ষণিক পুলিশের একটি দল আরমানকে সাথে নিয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তার বাবাসহ পাঁচজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।

আরমানকে তার সচেতনতা ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে (ওসি) সকলকে আরমানের মত সমাজ সচেতন হওয়ার অনুরোাধ জানান।

প্রসঙ্গত, আরমান নিজ সরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র। আরমান অভাবের সংসারে পড়ালেখার পাশাপাশি চাচার দোকানে সহযোগি হিসেবে কাজ করে।






Shares