Main Menu

সরাইলে বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

+100%-


মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে দুস্থ নারীদের সেলাই মেশিন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ আগস্ট শনিবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়াল প্লাটর্ফমের মাধ্যমে উদ্বোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগমের সδালনায় উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভ’মি)ফারজানা প্রিয়াংকা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল উপজেলা মৎস কর্মকর্তা মাইমুনা জাহান, সরাইল সদর চেয়ারম্যন আ. জব্বার , সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. বদুর উদ্দিন বদু ও সাংবাদিক মো. শফিকুর রহমান প্রমুখ।


Shares