Main Menu

সরাইলে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে বৃহস্পতিবার কালিকচ্ছ পাঠশালায়র মাঠে গরীব, অসহায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার ১২টায় কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্টানের আয়োজন করা হয়। এ,কে ফাউন্ডেশন ও “রুখে দাড়াও” ও দি হলি ডেন্টাল কেয়ারের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প কালিকচ্ছ পাঠশালায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক উদ্বোধন কলেন ।

কালিকচ্ছ পাঠশালায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ পাঠশালায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক। স্বাগত বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোঃ আব্দুর রাকিব। বাংলাদেশ সংবাদ সংস্থার আইনজীবি সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালিকচ্ছ পাঠশালায় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনে বানু। বক্তব্য রাখেন সরাইল টেলিভিশন র্জানালিষ্টের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রমুখ।

অনুষ্ঠানে সরাইল উপজেলার কালিকচ্চ ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা অসহায় গরীব ও দুস্থ পরিবারের শিশুদের লাইনে দাঁড়িয়ে শতাধিক শিশুদের মাঝে শীতের শীতবস্ত্র বিতরণ করেন।


Shares