Main Menu

সরাইলে প্রবাসীর স্ত্রীকে অপহরণ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রবাসীর স্ত্রী দীনা আক্তার (২০) কে অপহরণের অভিযাগ পাওয়া গেছে। উপজলার সদর ইউনিয়নর বড্ডাপাড়া গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বহস্পতিবার দীনার পিতা ইমাম হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অপহরণ মামলা করেছেন। মামলা নং- ১৭৭/২১ ইং। বিজ্ঞ আদালত পিবিআই কে মামলাটি তদ্তের দায়িত্ব দিয়েছেন।

মামলা, অপহৃতার পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৭ মাস আগে বড্ডাপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে সৌদি প্রবাসী আজিজুর রহমানের সাথে বিয়ে হয় দীনার। বিয়ের ৩ মাস পরেই প্রবাসে চলে যায় আজিজ। একই গ্রামের বখাটে ছেলে শাহিনুর (২৫) নজর পড়ে দীনার উপর। শাহিন ও তার সাঙ্গপাঙ্গরা সুযোগ খুঁজতে থাকে। মঙ্গলবার সকাল দীনা বাবার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজের দিকে রওয়ানা দেয় । সেখান দাঁড়িয়ে ছিল একটি মাইক্রাবাস। সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া আসামাত্র শাহিন তার কয়েকজন সহযোগির সহায়তায় দীনাক জারপূর্বক মাইক্রাবাসে উঠিয়ে চম্পট দেয় । এরপর থেকে নিখোঁজ রয়েছে দীনা।

দীনার পিতা ইমাম হোসেন বলেন, বখাটে শাহিন আমার মেয়েকে জারপূর্বক অপহরণ করেছে। মেয়ের মুঠোফানটিও বন্ধ পাছি।


Shares