Main Menu

সরাইলে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে শনিবার দুপুর ১২টায় এস.এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাছিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মেদ রাফি।

বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল হক মৃদুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান সাবেক প্রধান শিক্ষক আইয়ূব খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।


Shares