Main Menu

সরাইলে পশুর হাঠে নিজ উদ্যেগে মাস্ক্ বিতরণ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পশুর হাঠে নিজ উদ্যেগে মাস্ক্ বিতরণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় সরাইল বড্ডাপাড়া পশুর হাঠে প্রায় দেড় হাজার আগত ক্রেতা ও বিক্রেতাদের মাঝে বিনামূল্যে মাস্ক্য বিতরণ ও হাত দুয়ার ব্যবস্থা করে দেন।
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছে মের্সাস স¤্রাট ফার্নিশাস, সায়েরা খাতুন ফাউন্ডেশন ও হৃদয়ে সরাইল এর চেয়ারম্যন মো. ফয়সাল আহমেদ মৃধা, দুলাল ।
অনুষ্টানে সভাপতিত্ব করেন মো. ফয়সাল আহমেদ দুলাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেস ক্লাবের সভাপতি মো. আয়ুব খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব খান বাবুল, দফতর সম্পাদক মোহাম্মদ মাসুদ , সমাজ সেবক মো. মজনু মৃধা, প্রেস ক্লাবের সহযোগি সদস্য মো. মুরাদ খান, সাংবাদকি দীপক দেবনাথ ও হৃদয়ে সরাইল সংঘঠনের সদস্যরা ।


Shares