Main Menu

সরাইলে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ –

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোড়, কুট্টাপাড়া, বাড়িউড়া এলাকায় সচেতন ছাত্র সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন, বিক্ষোভ, করেছেন শতশত শিক্ষার্থী। মহাসড়কে বন্ধ হয়ে পড়ে সকল প্রকার যান চলাচল।
দীর্ঘ এই মানববন্ধনে ছাত্রদের সাথে সংহতি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আজ সকাল ১১ টায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই বিভিন্ন এলাকার -শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতশত শিক্ষার্থী ধর্ষণের বিরুদ্ধে ব্যানার-ফেস্টুন নিয়ে যোগদান করেন।
মানবন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড দেয়া হোক। প্রকাশ্যে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হোক। এটাই আমাদের দাবী।


Shares