Main Menu

সরাইলে জাপা চেয়ারম্যান এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনা করে মঙ্গলবার দোয়া মাহফিলের আয়োজন করে সরাইল ও আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি।
বাদ আসর সরাইল উপজেলার মিলনায়তনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক এড. জিয়াউল হক মৃধা । বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলার যুবসংহতির সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, অরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, সাবেক চেয়ারম্যান সরাইল সদর হুমায়ন কবির, জাতীয়র্পাটির নেতা ফজলুুল হক মৃধা ও আবদুল আজিজ প্রমুখ। এ সময় এরশাদের রোগমুক্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন সরাইল শাহী মসজিদের ইমাম আমান উল্লাহ । এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।


Shares