Main Menu

সরাইলে জাতীয় সমবায় দিবস উদযাপন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে শনিবার দুপুরে সারা দেশে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে প্রশাসন ও সমবায় অধিদফতরের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, ।

মুজিববর্ষের আহবান “ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমদ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন সমবায় চেয়ারম্যান মোঃ রুবেল ঠাকুর প্রমূখ।


Shares