Main Menu

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ ঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে রোববার (৭ নভেম্বর) সন্ধায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদূর রহমান এর সভাপতিত্বে সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল কাসেম, ফারুক হোসেন, শিপন মিয়া, আতিকুর রহমান বকুল, এডভোকেট এ কে এম সামসুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ প্রার্থী মোঃ আল আমিন হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব পদ প্রার্থী মীর ওয়ালিদ।

উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Shares