Main Menu

সরাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

+100%-


মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মবাড়িয়ার সরাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে লস্করপাড়া জামে মসজিদে আয়োজন করা হয়। সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আনিসুল ইসলাম ঠাকুর।
অনুষ্ঠানে পরিচলনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এড. নুরুজ্জামান লস্কর তপু।
বক্তারা বলেন, দীর্ঘদিন কারা নির্যাতনের ফলে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন দেশনেত্রী খালেদা জিয়া।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আহবায়ক কমিঠির সদস্য মো. আয়ুব খান, মো. মাজাহার মো. এনাম, চুন্টা ইউনিয়নের সদস্য সচিব মো. সেলিম মোল্লা, উপজেলা আহবাযক কমিঠির সদস্য এড. মো. সোহেল, উপজেলা যুবদলের আহবায়ক মো. আবু সুফিয়ান , যুগ্ন-আহবায়ক মো. নুরুল আমিন মাষ্টার, সদস্য সচিব মো. নুর আলম, যুবদল নেতা মো. খোকন মিয়া, মো. পলাশ, মো. জুয়েল, মো. নজরুল, উপজেলা ছাত্রদলের মো. জামাল লস্কর, মীর ওয়ালিদ, মো. তৌহিদুল ইসলাম প্রমূখ।
দোয়া পরিচলনা করেন, কালিকচ্ছ লস্কর পাড়া জামে মসজিদের খতিব কারী মো. মোহাম্মদ আলী।


Shares