Main Menu

সরাইলে করোনায় ঘরবন্দি নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের হাজী জব্বর মিয়া ও তার জামাতা মো. আয়েত আলীর উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন শ্রেনীর খেটে খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন।

আজ সোমবার (৬ এপ্রিল) উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে মধ্যপাড়া এলাকায় গ্রামে স্কুল মাঠে এ ত্রাণ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. মজনু মৃধা, মো. মুছা মিয়া ও এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ, গনমাধ্যম কর্মীরা ।
সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো বলেন, করোনার প্রভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের পাশে সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে আসুন। তিনি করোনা আক্রান্ত থেকে বাঁচতে সবাইকে সামাজিক দূরুত্ব বজায় রাখার আহবান জানান ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউপি সদস্য মো. হুমায়ুন কবির ।


Shares