Main Menu

সরাইলে এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৪.৭৬%

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৭৪.৭৬% এবং এ+ পেয়েছে মোট ৩৪জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১টি সরকারি ও ১৭টি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১২৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৯০জন শিক্ষার্থী।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার দুটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ৮৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে মোট ৫৫জন পাশ করেছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯১জন শিক্ষার্থী অংশগ্রহন করে মোট ৫৮জন পাশ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী উপজেলার পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৩.৬২%, জয়ধরকান্দি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯০.৯১%, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৮৯.৪৭%, এ+ পেয়েছে ১৩জন, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৮৯.৪৭%, এ+ পেয়েছে ৫জন। বেড়তলা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৮২.০৫%। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৭৮.৯৫%, এ+ পেয়েছে ১১জন। পানিশ্বর উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৭৮.৯২%। কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৭৭.৭৭%, এ+ পেয়েছে ২জন। চুন্টা এসি একাডেমী উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৭৭.১৭%। সামসুল আলম উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৭৬.০৪%, এ+ পেয়েছে ১জন। শাহজাদাপু উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৭১.০৮%। নোয়াগাঁঁও উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৬৮.৭৫%। সৈয়দা হুসেনা আফজাল বালিকা বিদ্যালয়ে পাশের হার ৬৪.২৯%, এ+ পেয়েছে ২জন। দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৬৪.১২%। আলহাজ্ব নুরুর রহমান উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৬৩.১৬%। সরাইল সদর উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৬১.৬৭%। শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৫৯.৯২%। কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৫৩.৬৬%। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসায় পাশের হার ৭১.৭৩%। পানিশ্বর মাদিনিয়া গাউছিয়া মাদ্রাসায় পাশের হার ৫৭.৮৯%। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এম এ বাশার আইডিয়াল ইন্সটিটিউটে পাশের হার ৭১.০১%। পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ে(ভোকেশনাল) পাশের হার ৪০.৯১%।






Shares