Main Menu

সরাইলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড এর উদ্যোগে হার্ট ক্যাম্প

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল : ‘চাই হাসিমুখ সবার’ এ স্লোগানকে সামনে রেখে হৃরোগের ঝুঁকি, প্রতিকার ও এই রোগের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরাইলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ”ফ্রি হার্ট ক্যাম্প”। শুক্রবার সকাল ১০টায় উপজেলা সদরের ডাক বাংলো-তে দিনব্যাপি অনুষ্ঠিত এই ফ্রি হার্ট ক্যাম্প এ হৃদরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ শরদিন্দু শেখর রায়ের তত্ত্বাবধানে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে হৃদরোগের পরামর্শ ও ফ্রি ইসিজিসহ তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয় ।


Shares