Main Menu

সরাইলে আজদু মিয়া স্মৃতি গণপাঠাগারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মোহনা টেলিভিশনের প্রতিনিধি, আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণপাঠাগারের সভাপতি মোঃ শফিকুর রহমানের উদ্যোগে আজ (১৪ এপ্রিল)মঙ্গলবার সকালে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বর্তমানে অসহায় খেটে খাওয়া দৈনন্দিন রোজগার বন্ধ থাকা হতদরিদ্র, দিনমজুর, ড্রাইভার সহ মেহনতি মানুষের মাঝে খাদ্যসামগ্রী চাল, আলু, পিয়াজ ও সাবান বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ূন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়র্পাঠির সহ সম্পাদক মাহফুজ মিয়া, সরাইল উপজেলা বিজয় টেলিভিশনের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়া, দৈনিক আমাদের সময় সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া প্রমূখ্য ।
সকলেই ত্রান বিতরণ অনুষ্টানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রীর প্যাকেট গুলো বিতরণ করেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যম ব্যাক্তি ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন। এখানে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।


Shares