Main Menu

সংস্কার শেষে শাহবাজপুর সেতু দিয়ে যান চলাচল শুরু

+100%-

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুতে সংস্কারকাজ শেষে প্রাথমিকভাবে সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে। সেতুটিতে বেইলি স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

আজ সোমবার সকাল থেকে শুরুতে যাত্রীবিহীন বাস চলতে দেওয়া হলেও পরবর্তী সময়ে সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেওয়া হয়।

জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন বলেন, ‘সেতুর একপাশ দিয়ে যান চলাচল করতে দেওয়া হচ্ছে। পুরাতন সেতুটির পাশাপাশি নতুন আরেকটি সেতু নির্মাণের কাজও শেষ পর্যায়ে। এটি আগামী মাসের ৩ তারিখে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’

এ ছাড়া বিকল্প রুট চান্দুরা-আখাউড়া সড়কে মালবোঝাই ট্রাক ও বাসগুলো সরাইল-নাসিরনগর-লাখাই রুটে চলাচল করছে।

এদিকে সেতুর একপাশ দিয়ে যান চলাচল করায় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গত ১৮ জুন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে তিতাস নদীর গুরুত্বপূর্ণ এ সেতুটির চতুর্থ স্প্যানের একপাশের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই ঝুঁকিপূর্ণ হওয়ায় সওজ সেতুর ওপর দিয়ে বাস ও সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 






Shares