ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু



ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে লিটন মিয়া নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) সকালে সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের রাধিকায় এ দূর্ঘটনা ঘটে। লিটন মিয়া রাধিকা গ্রামের লব মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার (২৪ মে) সকালে পাশের বাড়িতে বিদ্যুতিক কাজ করার সময় লিটন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. শাকিল মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
« নবীনগরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু (পূর্বের সংবাদ)