Main Menu

বিপ্লবী উল্লাসকর দত্তের ১৩৭তম জন্মদিনে সরাইল প্রেসক্লাবের ৩ প্রস্তাব

+100%-

মোহাম্মদ মাসুদ,সরাইল :ব্রিটিশ বিরোধী বিপ্লবের অগ্নিপুরূষ বিপ্লবী উল্লাসকর দত্ত। গতকাল শুক্রবার ১৬ এপ্রিল ছিল কীর্তিমান এ পুরূষের ১৩৭তম জন্ম দিন। ১৮৮৫ খ্রিষ্টাব্দের ১৬ এপ্রিল তিনি এসেছিলেন এ ভূবনে। পৃথিবী ছেড়ে চলে গেছেন ১৯৬৫ খ্রিষ্টাব্দের ১৭ মে। ব্রিটিশ হঠাও আন্দোলনে দেশের জন্য অগ্নিমূর্তি ধারণ করা সাহসী বীর পুরূষ উল্লাসকর দত্তের জন্ম ভিটা সরাইলের কালিকচ্ছ গ্রামে। বোমা হামলার অভিযোগে মামলায় উল্লাসকর দত্তকে আজীবন কারাদন্ডাদেশ দেওয়া হয়েছিল।

তাঁর জন্মদিনে সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সরকার তথা দেশবাসীর ৩ টি প্রস্তাব করা হয়েছে। উল্লাসকর দত্তের স্মৃতিকে ধরে রাখার জন্য সরাইলের কালিকচ্ছে তাঁর পৈত্রিক ভিটিতে একটি স্মৃতিসৌধ নির্মিত হউক। উনার কর্মকান্ডকে (যদি থাকে গুরূত্বপূর্ণ ছবি) লিখিত আকারে লিপিবদ্ধ করে একটি কক্ষে সুন্দর ভাবে সাজিয়ে রাখার ব্যবস্থা করা হউক। আর প্রতিবছর তাঁর জন্ম দিনে আলোচনা সভার আয়োজন করা হউক। প্রজন্মের পর প্রজন্ম দেশ প্রেমিক এমন বীর পুরূষের ইতিহাস জানবে। আজকের শিশু কিশোররাও একদিন স্বদেশের জন্য এমন সাহসী ভূমিকা রেখে ইতিহাসে স্থান করে নিতে উদ্ভুদ্ধ হবে। এমন সব প্রত্যাশায় সরাইল প্রেসক্লাবের এই ৩ প্রস্তাব।


Shares