Main Menu

ফেসবুক পোষ্ট :: ২৫ বছর পর দুলাল ফিরে পেয়েছে স্বজনদের

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। ২৫ বছর পর মানসিক ভারসাম্যহীন দুলাল। ফিরে পেয়েছে নিজের স্বজনদের। গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার উজিলাভের মানসিক ভারসাম্যহীন দুলাল ২৫ বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা,কাটানিশার, কাজীউরা , ইসলামাবাদ এলাকায় মানুষের বাড়িতে থাকছেন।

সম্প্রতি তার নিজের গ্রামের নাম ও উপজেলার নাম বলতে পারায় তেরকান্দা গ্রামের বাসিন্দা স্থানীয় এন,জি,ও সুক এর পরিচালক(কর্মসুচী) সাদেকুর রহমান প্রাণের ব্যাচ-৯৩ গ্রুপে এ বিষয়ে একটি পোস্ট দিলে গাজীপুরের তার পরিবারের সদস্যগণ খবর জানতে পারে। রবিবার সকালে তেরকান্দা গ্রামে এসে নোয়াগাঁও ইউনিয়ন চেয়ারম্যান কাজল চৌধুরী, ইউ,পি সদস্য ফজলুর রহমান, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, সাংবাদিক মুরাদ খান, ছাদেকুর রহমান সহ গ্রামবাসীর উপস্থিতিতে দুলালকে পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে। এ সময় দুলালের ভাই আবুল হোসেন, ভাতিজা মানিক মিয়া ও বোন মোছাম্মৎ বেগম সহ তাদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। স্বজনরা জানান অল্প বয়সেই হঠাৎ করে নিরুদ্দেশ হওয়া দুলালকে এত বছর পর ফিরে পেয়ে তারা খুবই আনন্দিত।


Shares