Main Menu

ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের গাড়িকে ডাকাতের ব্যারিকেড, গাড়ি উল্টে ৩ পুলিশসহ আহত-৮

+100%-

 জেলার সরাইলে ডাকাতের দেয়া ব্যারিকেটে ধাক্কা খেয়ে পুলিশকে বহনকারী অটোরিকসা উল্টে পড়ে পুলিশসহ ৮জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায়। আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেপ্তার করতে দুটি সিএনজিচালিত অটোরিকসা নিয়ে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে অভিযানে যায় পুলিশ। অভিযানে বেশ কয়েকজন আসামীকে তারা গ্রেপ্তার করে থানায় আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম কুট্টাপাড়া নামকস্থানে পৌছলে ডাকাতদের দেয়া বাঁশের ব্যারিকেডের সাথে ধাক্কা খায় পুলিশ ও আসামী বহনকারী দুইটি অটোরিকসা। এতে অটোরিকশা দুটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। ১টি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।
ডাকাতরা ডাকাতি করার জন্য ঘটনাস্থলে এসে পুলিশ দেখে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় সরাইল থানার এস.আই আলী আশরাফ, এস.আই মোঃ রাকিব হাসান, এস.আই মোঃ মহিউদ্দিন ভূঁইয়া, বিশেষ আনসার নূর ইসলাম, অটোরিকশা চালক নাঈম হোসেন-(১৮), গ্রেপ্তারকৃত আসামী বিটঘর গ্রামের মোঃ রিয়াজ-(৫০), অধীর দেবনাথ-(৫৬) ও সদর উপজেলার খাটিহাতা গ্রামের মোখলেছ-(১৮) আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা সেখানে চিকিৎসা নেয়।
ডাকাতের কবলে পড়া এস.আই মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অটোরিকশা দুটি আগে পিছে থাকায় ডাকাতদের ধরা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সরাইলের বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা ব্যারিকেট দিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের দেওয়া ব্যারিকেটে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটেছে।






Shares