Main Menu

“জাতীয় পার্টি করতে হলে, জিএম কাদেরের নেতৃত্বে করতে হবে:: এড. আব্দুল হামিদ খান (ভাসানী)

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ যথাযত মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুন্টা সেনবাড়ির সামনে বৃহস্পতিবার বিকালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উপজেলার চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী বাহার মিয়ার সভাপতিত্বে ও চুন্টা ইউনিয়ন যুব সংহতির সভাপতি অসিম দেবের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি প্রধান যুগ্ম মহাসচিব এড. আব্দুল হামিদ খান (ভাসানী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. আব্দুল হামিদ বলেন, সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকীতে আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি একজন সফল রাষ্ট্রপতি। তার শাসন আমলের উন্নয়নের বর্ননা দিয়ে বলেন, সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের দায়িত্ব রয়েছেন আছেন থাকবেন, জাতীয় পার্টি করতে হলে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি করতে হবে।


Shares