Main Menu

কোন জাতির উন্নতি নির্ভর করে ঐ জাতি কতটা শিক্ষিত তার উপর–ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

sarail pic 23-08-16

মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে:- কোন জাতির উন্নতি নির্ভর করে ঐ জাতি কতটা শিক্ষিত তার উপর। দেশের সকল নাগরিকের জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। সরকারের এসকল কর্মসূচির আওতায় বিদ্যালয়ে শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি,উপস্থিতি বৃদ্ধি,ঝরে পড়া রোধে বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি,দরিদ্র ও মেধাবীর শতভাগ শিশুর উপবৃত্তি প্রদান,মিড ডে মিল বা দুপুরের খাবার সরবরাহ,বছরের প্রথম দিন ছাত্রছাত্রীদের হাতে উন্নতমানের রঙ্গিন বই প্রদান এসকল কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে গুণগত ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এ কথা বলেন অনুষ্টানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সরাইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে মিড ডে মিল এবং পোশাক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আবদুর রহমান, জেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক,  উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবুল খায়ের ও উপজেলা স্কাউট সহ-সম্পাদক শামছুল আলম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোস্তফা কামাল । অনুষ্ঠানে পাচঁশত আট জন ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স ও ১০ জনের মাঝে পোশাক বিতরন করা হয়।






Shares