Main Menu

এ্যাড. জিয়াউল হক মৃধা,এমপি’র “মা জামিলা খাতুন’র ইন্তেকাল”

+100%-

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টি আহবায়ক এ্যাড. জিয়াউল হক মৃধা ‘মা জামিলা খাতুন’ (৯২) মারা গেছেন (ইন্না লিল্লাহে …ওয়া রাজেউন)।

এই ব্যাপারে জেলা জাতীয় পার্টি যুগ্ন সদস্য সচিব নাছির আহাম্মেদ খান জানান এ্যাড. জিয়াউল হক মৃধা, এমপি ‘মা জামিলা খাতুন’ কয়েক দিন যাবৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছিলেন। বুধবার বিকাল ৫.৪৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্প্রতিবার বাদ যোহর স্থানীয় কালিকচ্ছ ঈদগাহ মাঠে জানাযা শেষে দাফন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টি আহবায়ক এ্যাড. জিয়াউল হক মৃধা ‘মা জামিলা খাতুন’ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ব্রাহ্মণবাড়িয়া২৪ডটকম।
প্রয়াত জামিলা খাতুন ছিলেন একজন মহিয়সী নারী। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া২৪ডটকম পরিবার গভীর ভাবে শোকাহত। ব্রাহ্মণবাড়িয়া২৪ডটকম পরিবার মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares