Main Menu

আনসার বিডিবি’র সাবেক জেলা কর্মকর্তা শেখ আব্দুর রহমানের মৃত্যু

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ আনসার বিডিবি’র সাবেক জেলা কমান্ডিং অফিসার সরাইলের চুন্টার শেখ আব্দুর রহমান (১০০) আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। গত বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে নিজ বাস ভবনে হঠাৎ অসুস্থ্য হয়ে দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আব্দুর রহমান চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের পিতা। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ যোহর চুন্টা ঈদগাহ মাঠে সহস্রাধিক মানুষের অংশ গ্রহনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান ও ৯ ইউনিয়নের চেয়ারম্যানগণ।


Shares