Main Menu

ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম অপু সড়ক দুর্ঘটনায় নিহত

+100%-

apuডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার  কোড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম তৌহিদুল ইসলাম অপু (২৫)। নিহত অপু  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার প্রয়াত তাজুল ইসলামের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালে অবস্থানরত অপুর বন্ধুরা বলেন, সন্ধ্যায় মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার কোড্ডা এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হয় অপু।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢামেক নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 


Shares