Main Menu

আওয়ামীলী সরকার ক্ষমাতায় থাকলে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন


রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে ভাতের অভাব হয় না। দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন। খাদ্য ঘাটতি মোকাবেলা করে বিদেশে রপ্তানিও করা হচ্ছে। অথচ অন্যদল ক্ষমতায় এলেই দেশে ভাতের অভাব হয়। দেখা দেয় খাদ্য সংকট। বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। মেয়র গতকাল মঙ্গলবার সকালে সুরস¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে পৌরসভার অসহায়-দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন।  বক্তব্যে তিনি আরো বলেন বর্তমান সরকার দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি সরকারি সকল সেবার সুযোগ নিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটানোর জন্য দরিদ্রদের প্রতি আহবান জানান। এসময় পৌর কাউন্সিলর সহ পৌরসভার অন্যান্য কর্মকতা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় পৌরসভার ১২টি ওয়ার্ডের ৪৬২১টি দরিদ্র পরিবারে প্রত্যক টি কার্ডের বিপরিতে এক কালিন ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। অফিস চালু কালিন সময়ে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম চলবে।

 






Shares