Main Menu

শহর পরিস্কার পরিচ্ছন্নতায় ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানকেও ভূমিকা রাখতে হবে—মেয়র মোঃ হেলাল

+100%-

টেংকেরপাড় মোড় থেকে আনন্দময়ী কালীবাড়ি মন্দির-

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় গামী রাস্তা আরসিসি সংস্কার কাজ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌর শহরে অনেক গুলি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শহরের রাস্তা ও ড্রেনের পরিস্কার পরিচ্ছন্নতায় তাদেরও ভূমিকা রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীগুরু ও শিক্ষকবৃন্দ তাদের ভক্তবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের শহর পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করলে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার হবে। মেয়র গতকাল সকালে টেংকেরপাড় মোড় থেকে আনন্দময়ী কালীবাড়ি মন্দির হয়ে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়গামী রাস্তা আরসিসি সংস্কার কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন।

তিনি রাস্তাটির সংস্কার কাজ দীর্ঘস্থায়ীরজন্য রাস্তা ও ড্রেনের যথাযথ ব্যবহার নিশ্চত করতে সকলের প্রতি আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলী আহসান কাওছার, আহসান উল্লাহ হাসান, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, শহরের বিশিষ্ট রাজণীতিবিদ মুসলিম মিয়া, হাবিবুলল্লাহ বাহার, রফিকুল ইসলাম দুলাল, অজিত দাস, এলাকার বিশিষ্ট ব্যক্তি বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জহর লাল, নিতিশ রজ্ঞন রায়, হুমায়ন কবির, খাইরুল হাসান প্রমুখ।






Shares