Main Menu

গ্রাম পুলিশের সদস্যদের মাঝে ছাতা বিতরণ

+100%-

গত ১২ মে ২০১৫খ্রিঃ নাসিরনগর থানা কম্পাউন্ডে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার), পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর দপ্তর, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগরর থানার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যসহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের। পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্য ও গ্রাম পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন যে, জনগণের জান-মাল রক্ষা করা পুলিশের মৌলিক দায়িত্ব এবং এ দায়িত্ব পালনে সকল সদস্যকে সচেষ্ট হতে হবে। এছাড়া পুলিশ সুপার উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এরপাশাপাশি প্রধান অতিথি গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে করে বলেন যে, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, নাশকতা, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশকে সর্বদা সহযোগিতা প্রদান করতে হবে। তাছাড়া অন্যান্য সময়ের চেয়ে নাসিরনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত থাকায় পুলিশ সুপার সুন্তুষ্টি প্রকাশসহ নাসিরনগর থানার অফিসার ও ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার গ্রাম পুলিশ সদস্যদের মঝে সর্বমোট ১০৫টি ছাতা বিতরণ করেন। জেলা পুলিশের এ ধরণের উদ্যোগকে গ্রাম পুলিশ সদস্যরা বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে পুলিশ সুপার এর নিকট কৃতজ্ঞতা স্বীকার করেন।প্রেস রিলিজ



« (পূর্বের সংবাদ)



Shares