Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিনা মূল্যে পাঠ্য পুস্তক বিতরণ

+100%-

প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম।
অনুষ্ঠানে  মাধ্যমিক স্তরের ২ লাখ ৮৭ হাজার ২২৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৬ লাখ এবং প্রাথমিক স্তরের প্রায় ৬ লাখ শিক্ষার্থীর মাঝে ২৬ লাখ ৪০ হাজার ৫১৫ টি বই বিতরণ করা হয়।


Shares