Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি পূর্ণ ভাবে হরতাল চলছে

+100%-

বিশেষ প্রতিনিধি::সভা-সমাবেশে বাধা প্রদান ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী হরতাল আজ সোমবার সকাল ৬ টায় শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

জোটের ডাকা হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থান থেকে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হরতাল চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রোববার হরতালের শুরুতে সকাল ছ’টা থেকে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সকাল দশটার দিকে জেলা বিএনপির নেতাকর্মীরা হরতালে সমর্থনে শহরের প্রধান সড়কে মিছিল বের করে। ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিলো।দোকান-পাট বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।


Shares