Main Menu

সম্মেলন সফলের লক্ষ্যে দক্ষিণাঞ্চলের চার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পরামর্শ সভা অনুষ্ঠিত

+100%-

আগামী ৩০ ডিসেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ২০১৪ সফল করার লক্ষ্যে গত শনিবার বিকালে রাধিকাস্থ লায়ন ফিরোজুর রহমান ওলিও’র বাসভবনে  দক্ষিণাঞ্চলের চার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পরামর্শ সভা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসহাক ভূইয়ার সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানার উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন, সুলতানপুর ইউপি চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা বশির আহমেদ, দারুল ইসলাম মাষ্টার, সুলতানপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি সোহরাব খান, মাছিহাতা ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, রামরাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, বাসুদেব ইউপি আওয়ামী লীগের সভাপতি মোবাশ্বের আলী ভূইয়া, শেখ নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ মোল্লা, মাহফুজুর রহমান, সোলামান ভূইয়া, সেলিম খান, যুবলীগ নেতা এডঃ রমজান, শাহ নূর ভূইয়া শাহীন, এম এস বোরহান উদ্দিন সোহাগ, তাজুল ইসলাম, আলমগীর হোসেন মাহফুজ মিয়া, রফিকুল ইসলাম প্রমুখ। সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Shares