Main Menu

গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-

২৭ ডিসেম্বর শনিবার গাজীপুরে ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে ২০ দলীয় জোট নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বিকাল ৪টায় শহরের রেলগেইট চত্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির), সাবেক সহ সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, নব নির্বাচিত যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আবু শামীম মোঃ আরিফ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধীদলের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে নসাৎ করে এদেশে এক দলীয় বাকশাল কায়েমের যে অপচেষ্টা চালাচ্ছে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ সরকারের এই অপচেষ্টাকে বাস্তবায়ন করতে দিবে না। তাই সরকারের এই এহেন কর্মকান্ডকে দেশের সাধারণ জনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পতন ঘটাবে।


Shares