Main Menu

বিএনপি’র সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিএনপি,সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ডভিত্তিক ব্যাপক গণসংযোগ

+100%-

আগামী ২২ ডিসেম্বর সোমবার পৌর মুক্ত মঞ্চের জেলা বিএনপির সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষ্যে অদ্য বাদ আছর পাওয়ার হাউজ রোডস্থ তোফায়েল আজম কিন্ডার গার্টেন চত্বরে ১০ এবং ১১ নং ওয়ার্ডের এক যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান রতন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ গোলাম সারওয়ার খোকন, হাজী সিরাজুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন আবু শামীম মোঃ আরিফ, শেখ মোঃ আজিম, আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, আবু কাউসার কমিশনার। সভাটি সার্বিক পরিচালনা করেন আলহাজ্ব এ. বি. এম. মোমিনুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শামীমা স্মৃতি, এডঃ ইসমত আরা, খুসপিয়ারা কবীর, দেলোয়ারা বেগম, শামসুন্নাহার। সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিমরাইলকান্দি, কান্দিপাড়ার নেতাকর্মীরা সম্মেলন সফল করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
এছাড়াও বাদ মাগরিব মেড্ডা বাসস্ট্যান্ডে ২ নং ওয়ার্ড বিএনপি এক যৌথ পরামর্শ সভা আব্দুর রউফ সানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি এডঃ সফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, এ. বি. এম. মোমিনুল হক, মোঃ আলমগীর হোসেন, এডঃ আলী আজম চৌধুরী, সফিকুল ইসলাম, শাহ আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্কাস মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব। সভাটি পরিচালনা করেন শাহিনুর রহমান।
বাদ এশা ৫নং ওয়ার্ড বিএনপির এক যৌথ পরামর্শ সভা বর্ডার বাজার ব্রাদার্স ক্লাব চত্বরে আজাদ মোল্লার সভাপতিত্বে ও শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম, মোঃ আজিম, মোঃ আলী আজম, হেফজুল বারী, শামীমা স্মৃতি, এডঃ ইসমত আরা।






Shares