Main Menu

বঙ্গবন্ধুর স্বপ্ন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে পূরণ হচ্ছে-সৈয়দ একেএম এমদাদুল বারী

+100%-

৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে সপ্তাহ ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলার তৃতীয় দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মেলা উদযাপন পরিষদ কর্তৃক অয়োজিত তৃতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সৈয়দ একেএম এমদাদুল বারী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহন করেন, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষনণা ইন্সটিটিউটের সাবেক মহা পরিচালক ড. জাহাঙ্গীর আলম, লায়ন্স-এর সাবেক জেলা গভর্নর লায়ন ফিরোজুর রহমান ওলিও, বঙ্গবন্ধু আবৃত্তি সংগঠন কেন্দ্রীয় কমটির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়কর উপদেষ্টা জহিরুল ইসলাম ভূইয়া। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া। সভা পরিচালনা করেন সংস্কৃতি কর্মী হাবিবুর রহমান পারভেজ। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু দেশের রাষ্ট নায়ক হওয়ার জন্য দেশকে স্বাধীন করেননি। তিনি বাংলার মানুষকে ভালোবেসে বাংলার মানুষের মুক্তির জন্য দেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন একটি  সুখি সমৃদ্ধ বাংলাদেশের। শিক্ষিত, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে বাঙ্গালী জাতি বিশ্ব দরবারে মাথাউচু করে দাড়াবে সেই স্বপ্ন নিয়ে তিনি দেশের মানুষের জন্য লড়াই করেছেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করছেন।  তিনি বলেন ৭৫এর পরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেই স্বপ্নকে নষ্ট করা চেষ্ট করা হয়েছিল। কিন্তু মহান আল্লাহ তায়ালার মেহেরবানীতে আজ তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তিনি বর্তমান সরকারের আমলে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, নারীর অধিকারের কথা উল্লেখ করে বলেন সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে সোনার মানুষ হতে হবে। আগামী প্রজন্মদেরকেও সোনার মানুষ হিসেবে গড়ে তুলেতে হবে। মেলায় বৈশাখী শিল্পী গোষ্ঠি ও বাউল শিল্পী বাবুল দেওয়ান ও তাঁর দলের পরিবেশনায় সাংস্কৃতিক আনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় অংশ দর্শক সমাগম হয়। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় মেলা চলবে। মেলায় প্রতিদিন দেশ বরণ্যে ব্যক্তিদের অংশ গ্রহনে আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।প্রেস বিজ্ঞপ্তি






Shares