Main Menu

মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনের আলোচনা সভায় এ.টি আহমেদুল হক চৌধুরী

+100%-

ডেস্ক ২৪::৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে সপ্তাহ ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মেলা উদযাপন পরিষদ কর্তৃক অয়োজিত দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ.টি আহমেদুল হক চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহন করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান আরিফ, সাবেক উপ মন্ত্রী এড. হুমায়ন কবির, দি আলাউদ্দিন সঙ্গিতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আবদুন নূর, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান শিশির, উদিচির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন। সভায় সভাপত্বি করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা। সভা পরিচালনা করেন সংস্কৃতি কর্মী মনিরুল ইসলাম শ্রাবণ। অনুষ্ঠানে আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র ও উদিচি শিল্পী গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক আনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় অংশ দর্শক সমাগম হয়। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় মেলা চলবে। মেলায় প্রতিদিন দেশ বরণ্যে ব্যক্তিদের অংশ গ্রহনে আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।