Main Menu

পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন ১০ দিনের সফরে ফিলিপাইন গেছেন। ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দোয়া কামনা

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, মোঃ হেলাল উদ্দিন সরকারি সফরে ফিলিপাইন যাচ্ছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্গত নগর উন্নয়ন তহবিল (বিএমডিএফ) প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপি শিক্ষা সফরে অংশ গ্রহন করবেন। মেয়র গতকাল ৬ ডিসেম্বর শনিবার রাত ১০ টায় ফিলিপাইনের উদেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং সফর শেষে আগামী ১৫ ডিসেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌছবেন। সফরে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থান করবেন। ম্যানিলা সহ টাগুইগ, ভাইটো ক্রজ ম্যানিলা, কুইজিন সিটি, মাকাটি সিটি, মালাতি, কুবাও কুইজিন সিটি, লেগুনা, লা ইউনিয়ন সহ ফিলিপাইনের বিভিন্ন শহর সফর করবেন। এ সকল স্থানে এমডিএফও, বিএলজিএফ, ডিআইএলজি, এলজিইউ-জিসি, এলবিপি, এলএমপি ইত্যাদি প্রতিষ্ঠান কৃর্তক আয়োজিত ফিলিপাইনের স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও রাজস্ব ব্যবস্থার উপর আলোচনা সহ নগর উন্নয়ন পরিকল্পনা ও পরিচালন সম্পর্কৃত বিভিন্ন বিষয়ে কর্মশালায় অংশ গ্রহন করবেন। সফরে অন্যানের মধ্যে বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক, ফাইনান্সিয়াল কন্টোলার ও প্রক্রিওরমেন্ট স্পেলালিস্ট সহ কুষ্টিয়া, চাঁদপুর, ঝিনাইদহ, ভোলা, ভেড়া ও বেনাপোল পৌরসভার মেয়রগন এ শিক্ষা সফরে অংশ গ্রহন করবেন। উল্লেখ্য মেয়র হেলাল উদ্দিন ইতোপূর্বে ভারত, ইন্দোনেশীয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, সৌদি আরব, জাপান, লন্ডন সফর করেছন। এবার তিনি ফিলিপাইন যাচ্ছেন। সফর কালে মেয়র ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনসাধারণের কাছে শারীরিক সুস্থতা ও সফরের সফলতা কামনা করে দোয়া চেয়েছেন।






Shares