Main Menu

আলী আকবর মজুমদারের দাফন সম্পন্ন

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি, জেলা সুজন, সনাক ও জেলা নাগরিক কমিটির উপদেষ্টা মোঃ আলী আকবর মজুমদারের নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বাদ জোহর জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে তার লাশ পৌর এলাকার শেরপুর কবরস্থানে দাফন করা হয়।

তার জানাযায় জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পৌর মেয়র হেলাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গ ও মুসল্লীগণ অংশ নেন। জানাযায় মরহুমের বড় ছেলে আলী আসিফ গালিব পরিবারের পক্ষে সকলের নিকট ক্ষমা প্রার্থনাপূর্বক দোয়া কামনা করেন।পরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


 

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে তিনি শহরের মৌলভীপাড়াস্থ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি, নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।






Shares