Main Menu

যুদ্ধাপরাধী মোবারক হোসেনের ফাঁসির রায়ে শহর আওয়ামীলীগের আনন্দ মিছিল:মিষ্টি বিতরন

+100%-

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গ্রাম কমিটির বহিষ্কৃত আওয়ামীলীগ নেতা, কুখ্যাত যুদ্ধাপরাধী রাজাকার মোবারক হোসেনের আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে ফাঁসির রায়ে আনন্দ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগ। গতকাল সোমবার সকালে মোবারেক হোসেন রায়ের ঘোষিত হবার পর শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুসলিম মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল স্থানীয় পৌর আধুনিক সুপার মার্কেট হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় প্রেস ক্লাব প্রাঙাগনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন। মিছিল সমাবেশে বিভিন্ন ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ সহ শহর আওয়ামীলীগের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুখ্যাত রাজাকার মোবারক হোসেন এর ফাঁসির রায় হওয়ায় ব্র্হ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও ব্রাহ্মণবাড়িয়া বাসী কলঙ্কমুক্ত হয়েছে। তিনি বলেন মোবারক হোসন ৭১এর কুখ্যাত রাজাকার। স্বাধীনতা পরবর্তী সময়ে সুযোগ সন্ধানী মোবারক হোসেন নিজের রাজাকার পরিচয় গোপন করে সে আখউড়ার এক গ্রামের আওয়ামীলীগ নেতা নির্বাচিত হয়। কিন্তু পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বলেন আজকে কুখ্যাত এই রাজাকারের ঐতিহাসিক ফাঁসির রায়ে আমরা আনন্দিত। তিনি এই রায় আপিল বিভাগেও বহাল রেখে অবিলম্বে সকল যুদ্ধাপরাধীর ফাঁসির রায় বাস্তবায়নের আহবান জনান। পরে নেতৃবৃন্দ একে অপরকে মিষ্ট মুখ করান।






Shares