Main Menu

মডেল থানা পুলিশের অভিযানে ০৮ জন জুয়ারী গ্রেফতার এবং ০৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ০২

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এর নির্দেশনায়  ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ ও এএসআই/বশির আহাম্মদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ারী ১। তপন দাস (৩০), পিতা-সজীব দাস, সাং-পাইকপাড়া, ২। শানু মিয়া (৩৫), পিতা-মন্নর আলী, সাং-পৈরতলা, ৩। হেলাল (৩৫), পিতা-মৃত মুসলেম মিয়া, সাং-পৈরতলা, ৪। আল আমিন (৪৫), পিতা-মৃত নোয়াজ আলী, সাং-ফুলবাড়িয়া ৫। সুজন দাস (৩৫), পিতা-শ্যামল দাস, সাং-সীতানগর, ৬। মোঃ আনিছ (৩৪), পিতা-মৃত আঃ রব, সাং-টেংকেরপাড়, ৭। মোবারক (৩২), পিতা-নুরু মিয়া, সাং-অষ্টগ্রাম, ৮। হেলাল মিয়া (৩২), পিতা-মৃত এলেম খান, সাং-ভাটপাড়া, সর্ব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে অত্র থানাধীন পৌরসভাস্থ কুমারশীল মোড় হোটেল নাজ এর ৪র্থ তলা হতে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করতঃ তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ আজ পৃথক অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। ওপেল (৩৮), পিতা-মৃত ইদ্রিস মিয়া, সাং-নয়নপুর, থানা-কসবা, ২। কালাম (৩৫), পিতা-আব্দুর রহমান, সাং-সিংগারবিল, থানা-বিজয়নগর, উভয় জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে অত্র থানাধীন ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন রামরাইল-উড়শিউড়ার মধ্যবর্তী ব্রীজ (রামরাইল ব্রীজ) হতে অনুমান ১০০ গজ উত্তরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ০৩ (তিন) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে অত্র থানায় পৃথক ০২টি মাদক মামলা রুজু করা হয়েছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি






Shares