Main Menu

মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে অশিক্ষা ও অপরাজনীতি মুক্ত বাংলাদেশ গড়তে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে

+100%-

সদর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মোকতাদির চৌধুরী এমপি :মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দারিদ্র, অশিক্ষা ও অপরাজনীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।মুক্তিযুদ্ধের চেতনা আমাদের হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে আমরা সকল অপশক্তিকে মোকাবেলা করব

মনিরুল ইসলাম শ্রাবণ ::বিপুল উৎসাহ ও উদ্দিপনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটির অন্যতম নেতা, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য জনাব অধ্যাপক আমজাদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক মোঃ আজহার উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগ ও ১৪ দলের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মজিবুর রহমান বাবুল, সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি এড. মাহবুবুল আলম খোকন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। সম্মেলনে সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আলী আজম এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বাহার, মোঃ জসিম উদ্দিন রানা, আবু হানিফ মুন্সি, আজাদ হাজারী আঙ্গুর, আবু নাহিদ সোহাগ এর যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হালিম শাহ লিল মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরীফ, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এড. লোকমান হোসেন, জেলা যুবলীগের এডঃ শাহনুর ইসলাম, মোবাশ্বের আলী খাদেম বাবু, জহিরুল ইসলাম জহির, সালাউদ্দিন সরকার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউলহোসেন রুবেল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে যুবলীগ সহ আওয়ামীলীগের প্রত্যেক অঙ্গ সংগঠনকে এক যোগে কাজ করতে হবে। তিনি বলেন আমরা ক্ষমাতায় এসে ক্ষুধা, দারিদ্র মুক্ত, অশিক্ষা মুক্ত একটি সস্বংসম্পূর্ন একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। অথচ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আর দাদের দোসরা দেশ বার বার পিছনে ফেলে দিতে নানা ষড়যন্ত্র করছে। তাদের সে সমস্ত ধংশত্বাক কাজে ও অপপ্রচারের বিরুধে সকল কে সজাগ থাকতে হবে। তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনা আমাদের হাতিয়ার এই হাতিয়ার দিয়ে আমরা সকল অপশক্তিকে মোকাবেলা করব। বক্তব্যে তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন। এই ঐক্য অটুট রাখতে হবে। ত্যাগী ও পরিশ্রমী নেতা কর্মীদের মূলায়ন করে পর্যায়ক্রমে প্রত্যেক অঙ্গ সংগঠনের শক্তিশালী কমিটি গঠন করা হবে। দলীয় শৃংখলা ভঙ্গকারী অদক্ষ ও অযোগ্য কাওকে দলে স্থান দেওয়া হবে না। তিনি অপরাজনীতি চর্চা ও ধর্মীয় গোরামী থেকে মুক্ত থাকার জন্য সকলকে আহবান জানান। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ উপস্থিত ছিলেন। এছারও সম্মেলন প্রার্থীদের পক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা কর্মী মিছিল সহকারে উপস্থিত হয়। এই রিপোর্ট টি লেখা পর্যন্ত নতুন কমিটি গঠন প্রক্রিয়াধীন ছিল।






Shares