Main Menu

শহরের ড্রেনকে যারা ডাষ্টবিন বানায় তাদের সচেতন করুন-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ড্রেনে ময়লা ফেললে শহরের ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়, পানি উপচে পরে জলাবদ্ধতা সৃষ্টি করে, রাস্তার স্থায়ীত্ব কমে যায়। ময়লা পানি দূর্গন্ধ ছড়ায়, মসা মাছির উপদ্রব হয় ও নানা রোগ বালায় ছড়ায়। তিনি বলেন শহরের ড্রেনকে যারা ডাষ্টবিন বানায় তারা শহর পরিছন্নতার শত্রু। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। কোথাও কাওকে ড্রেনে ময়লা ফেলতে দেখলে তাকে এ সমস্ত বিষয়ে সচেতন করতে হবে। মেয়র, গতকাল সকালে পৌরসভার মসজিদ রোডের মহাদেব পট্টি এলাকায় ড্রেন নির্মান কাজের উদ্বোধন কালে সমবেত সূধীজনের উদ্দেশ্যে উপরক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, জেলা চেম্বারের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ শাহ্জাহান মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিজান আনসারী প্রমুখ সহ স্থানীয় ব্যবাসায়ী বৃন্দ।






Shares