Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় রিছাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

+100%-

প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া শহরের খালপাড় এলাকায় কান্দিপাড়ার রিছাল পাঠান (২৪) নামের এক যুবককে তার মায়ের সামনেই পিটিয়ে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
আজ সোমবার সন্ধ্যায় কান্দিপাড়ার শত শত নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নিয়ে হত্যাকারিদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে শ্লোগান দেয়।
কান্দিপাড়ার মাইমল পাড়া থেকে নারী-পুরুষের বিশাল মিছিলটি শহরের মাদ্রাসা রোড, টি.এ রোড, মঠের গোড়া, কোর্ট রোড, কুমারশীল মোড়, কালিবাড়ি মোড় ও জেলা পরিষদ মার্কেট এলাকা প্রদক্ষিণ শেষে  মাদ্রাসা রোডে গিয়ে সমাবেশ করে।
মিছিলে হত্যার সঙ্গে সরাসরি জড়িত মামলার প্রধান আসামি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির দাবিতে স্লোগান দেয়া হয়। পরে টি.এ রোড এলাকায় রফিকুল ইসলামের কুশপুতুল দাহ করা হয়।
পরে সেখানে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কান্দিপাড়ার বিশিষ্ট ব্যবসায়ি আওয়ামী লীগ নেতা কাঞ্চন মিয়া, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন সওদাগর, যুবলীগ নেতা জহির মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল মিয়া, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম আপন।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বেলা ১১টার দিকে পূর্ব শত্রুতার আক্রোশে আওয়ামী লীগ নেতা রফিক মিয়াসহ তার লোকজন রিছালকে খাল পাড় এলাকায় হর্কাস মার্কেটের সামনে ছিনতাইকারি বলে পিটুনি দেয়। পরে রাত ১১টার দিকে হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় নিহত রিছালের বাবা ইয়াছিন পাঠান গত ২ নভেম্বর সদর থানায় আ.লীগ নেতা রফিকসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।






Shares