Main Menu

শিক্ষার গুনগত পরিবর্তনে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

+100%-


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা গতানুগতিক শিক্ষা চাইনা। আমরা চাই শিক্ষার গুনগত পরিবর্তন। এ লক্ষে সরকার কাজ করছে। এরই মধ্যে শিক্ষাক্ষেত্রে সরকার অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমান সরকার যে শিক্ষানীতি গ্রহন করেছে তা দলীয় নয় জাতীয় শিক্ষানীতি। সবার মতামত নিয়ে এ শিক্ষানীতি তৈরি করা হয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের এগিয়ে যাওয়া এখন উদাহরন হিসেবে ব্যবহার হয়’।  
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ‘শেখ হাসিনা একাডেমিক ভবন’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদিও চৌধুরি, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুনুর রশিদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মীর, কলেজ ছাত্র রবিউল হোসেন রুবেল।
অলোচনাকালে মন্ত্রী আরো বলেন, ‘জাতিসংঘ ২০১৫ সালের মধ্যে প্রাথমিকে ছেলে-মেয়ের সমতা চায়। অথচ ২০১২ সালেই বাংলাদেশ এ লক্ষ অর্জন করেছে। মাধ্যমিকে মেয়েরা এগিয়ে। আগামী তিন বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক ও সাত বছরের মধ্যে উচ্চ শিক্ষায়ও মেয়েরা এগিয়ে যাবে’।
মন্ত্রী জানান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আরো ১১ কোটি টাকার উন্নয়ন কাজ হবে। কলেজের অন্যান্য সমস্যাও অচিরেই সমাধান করে দেওয়া হবে।  এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় শিক্ষার উন্নয়নে ৮০ কোটি টাকার কাজ হবে।


Shares