Main Menu

দিগন্ত বাস চাপায় স্কুল ছাত্র গুরুত্বর আহত, চালক গ্রেফতার

+100%-

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার বাইপাস এলাকায় ব্যক্তি মালিকানায় পরিচালিত দিগন্ত বাস সার্ভিসের একটি বাসের চাপায় মোঃ মাহিন(৯) নামে দ্বিতীয় শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্র গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় বাসের চালক ফারুক (২০)কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, দ্রুত গতিতে যাওযার সময় বাইপাস এলাকায় মাহিনকে চাপা দেয় গিদগন্ত পরিবহনের  চট্টগ্রাম-চ-৪৫ নম্বরের বাসটি। পরে স্থানীয় জনতা বাসটিকে আটক করে পুলিশে দেয়। এ সময় বাসের চালক ফারুক মিয়াকেও আটক করা হয়। দূর্ঘটনার পর মাহিনকে মুমূর্ষ অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করে। পরে স্থানীয় জনতা ফারুককে জিজ্ঞাসা করলে সে নিজেকে বাসের হেলপার বলে স্বীকার করে। এদিকে দিগন্ত বাসে চালকের বদলে হেলপার দিয়ে বাস চালানোয় জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মাহিনের নানা আব্দুর রহিম সর্দার দোষী চালকের বিচার দাবি করেন বলেন, হেলপার দিয়া বাস পরিচালনা করা হচ্ছে, অথচ এ বিষয় গুলো কর্তৃপক্ষ দেখছেনা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় চালককে মারধর কিংবা গাড়ি ভাংচুরও করিনি। আশা করি প্রশাসন এ ব্যাপারে তদারকি করবে।






Shares