Main Menu

কুখ্যাত ২ জন ছিনতাইকারী ও ৪ জন চোর গ্রেফতার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গতকাল রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন ফুলবাড়িয়া সাকিনে নেতা আলী আজম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে কুখ্যাত ছিনতাইকারী ১। ওবায়দুল (২২), পিতা-ইলিয়াছ মিয়া, সাং-শিমরাইলকান্দি, শিরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ২। গৌরব পাল (২৩), পিতা-সঞ্জিত পাল, সাং-মধ্যপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে গ্রেফতার করতঃ অত্র থানায় ০১টি দ্রুত বিচার মামলা রুজু করিয়া তাহাদেরকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-০৮(০৮)১৪, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর সহিত জড়িত সন্দিগ্ধ কুখ্যাত চোর ১। মোঃ লোকমান, পিতা-মৃত রহিম, সাং-আকছিনা, থানা-কসবা, বর্তমানে মৌলভীপাড়া, ঈদগাহ মাঠের পার্শ্বে, ২। আনোয়ার হোসেন (২২), পিতা-তাহের মিয়া, সাং-মজলিশপুর বর্তমানে ঘাটুরা, উভয় থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া ৩। সাদ্দাম হোসেন (১৮), পিতা-মানিক মিয়া, সাং-লালপুর, ৪। আনোয়ার হোসেন (২৮), পিতা-বাচ্চু মৃধা, সাং-তালশহর, উভয় থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে অত্র থানার বিভিন্ন এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Shares